Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নান্নার কালী মন্দির
Location
নান্নার বাজার
Transportation
উপজেলা শহর ধামরাই থেকে বাস করে সূতিপাড়া বাস স্ট্যান্ডে নেমে সেখান হতে বেবী, মটরসাইকেল যুগে নান্নার বাজার আসা যায়। নান্নার বাজারেই ''নান্নার কালী মন্দিরটি' অবস্থিত।
Details

মন্দির টি অনেক অনেক বছেরর পুরোনো মন্দির হিসেবে এলাকাবাসী সকলের নিকট পরিচিত। মন্দিরে পূজা-অর্চনা হয়। দূর দূরান্ত থেকে অনেক ভক্ত বৃন্দ মন্দিরের এসে পূজা দিয়ে থাকে। প্রতি বছর মন্দির প্রাঙ্গণে অগ্রাহায়ন মাসের শেষ শনিবার ও মঙ্গলবার মন্দিরের পূজার মধ্যে দিয়ে বিরাট মেলা হয়ে থাকে। মেলাটি বিশেষ করে শনিবার ও মঙ্গলবার হলেও টানা সপ্তাহ একসাথে হয়ে থাকে। মেলা টি অনেকদিন থেকে হয়ে আসছে। মেলাটি নান্নারের কালিবাড়ির মেলা হিসেবে সকলের নিকট পরিচিত।