Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নান্নার ইউনিয়নের ইতিহাস

 

১৯৭২ সালে প্রথম নান্নার গ্রামের অধীনে বর্তমান ১০টি গ্রাম নিয়ে নান্নার ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন আব্দুল হাই ফেরাজী। বর্তমানে ১৫টি ছোট বড় গ্রাম মিলিয়েই নান্নার ইউনিয়ন পরিষদ গঠিত। এ গ্রাম গুলোর নাম হচ্ছে, নান্নার, ঘোড়াকান্দা, চাউনা, গোপালকৃষ্ণপুর, কালিদাসপট্টি, কান্দাকাওয়ালী, রঘুনাথপুর, উলাইল, নবগ্রাম, শুলাকুড়িয়া, জলসীন, শেওরাইল, পাছাল ও গোপালপুর।